Saturday 15 August 2015

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র "হুমায়ূন আহমেদ"

হুমায়ূন আহমেদ লিখে গেছেন অসাধারণ কিছু বই। প্রায় ৩৩২ টা বই উনি লিখেছেন। কিছু কালজয়ী আর সবই জনপ্রিয়।

হুমায়ূন আহমেদ শুধু বই-ই লিখেননি লিখেছে অসাধারণ কিছু গান। যা আমরা অনেকেই শুনেছি (হয়তো গান কে লিখেছে সেটা না জেনেই) ।
এছাড়া উনি তৈরী করেছেন অস্বাভাবিক সুন্দর কিছু সিনেমা।
বানিয়েছেন ১০০+ বাংলা নাটক আর সিরিয়াল।

Saturday 25 July 2015

(টেক্সট + ভিডিও টিউটোরিয়াল) একটা এ্যান্ড্রয়েড মোবাইলে চালান একই এ্যাপ্স অনেকগুলো। গ্রামীনফোন সিমে wowbox এর মাধ্যমে MB নিন যতগুলো সিমে ইচ্ছা, সিম পকেটে রেখেই প্রতিদিন!

আজ খুব মজার একটা জিনিস শিখব আমরা। কেমন হয় যদি আপনি আপনার প্রয়োজনীয় এ্যাপ্স একাধিক আপনার ফোনে ইন্সটল দিন। যেমন- facebook messenger, skype,viber,wowbox ইত্যাদি। আপনারা নিশ্চয়ই  লক্ষ্য করেছেন, একটা এ্যাপ্স দুইবার ইন্সটল দিলে একটা আরেকটাকে রিপ্লেস করে. মানে দুইটা ইন্সটল হয়না  কাজেই আমাদের অন্য কিছু করতে হবে যাতে 2/3/4/5 কিংবা আমাদের ইচ্ছে মত যতগুলো ইচ্ছা একেকটা ইন্সটল দিতে পারি এতোক্ষণ ছিল ভূমিকা! এবার মূল পর্ব ।

যাদের টেক্সট পড়ার ধৈর্য নেই তারা ভিডিও দুটি দেখে শিখে নিনঃ

1.Clone Android Apps in Bangla বাংলা HD





2.Use multi Wowbox in an Android Mobile বাংলা





যা যা শিখব:
1. যে কোন এ্যাপ্স ক্লোন করা;
2. একই এ্যাপ্স যতগুলো ইচ্ছা ইনস্টল দেওয়া;
3. wowbox একাধিক ইনস্টল করা;
4. গ্রামীণফোন সিম পকেটে রেখেই প্রতিদিন 20 MB করে নেওয়া।


যা যা লাগবে:
1. দুটি এ্যাপ্স;
2. যে এ্যাপ্স নকল করবেন সেটার apk ;
3. আর একটা android মোবাইল :-p


কাজ শুরু করা যাক:
1. প্রথমেই এই এ্যাপটি ডাউনলোড  (apk editor, size 238 KB) করুন, এবার এটা ডাউনলোড (apk editor patch, size 213 KB)  করুন;

2. প্রথম ফাইলটি ইনস্টল দিন;
3. এবার দ্বিতীয় ফাইলটি ইনস্টল দিন। রিপ্লেসের অনুমতি দিন;
4. Apk Editor ওপেন করুন;
5. SD Card থেকে যে এ্যাপ্স নকল করতে চাচ্ছেন তা কিছু সময় ধরে রাখুন;
6. ক্লোন সিলেক্ট করুন;



7. কোথায় সেভ করবেন এই ফাইলটি তা দেখিয়ে OK দিন;

8. এবার রিনেইম করুন;

9. সেভ করুন
10. চমৎকার! একটা এ্যা;পস ক্লোন করে ফেলেছেন।

কী? বিশ্বাস হচ্ছে না? যেটি এইমাত্র সেভ করলেন তা ইনস্টল করে দেখুন কি বিশ্বাস হল তো!



এবার আসা যাক Wowbox এর ব্যাপারে এইটা শেয়ার করতে হয়তো আরো দেরি হত কিন্তু গ্রামীনফোন এইতো যা শুরু করে করেছে তাতে এখনই শেয়ার করে দিলাম :)।

প্রথমেই বলে রাখি wowbox কি, wowbox হল জিপির একটা নিজস্ব এ্যান্ড্রয়েড এ্যাপ্স এটার মাধ্যমে আপনারা জিপি ইউজাররা যারা বন্ধু প্যাকেজে আছেন তারা ইচ্ছে করলেই প্রতিদিন 20 MB করে ইন্টারনেট নিতে পারবেন ফ্রী তে। অন্যান্য অনেক সুবিধা আছে। আমার কাছে এটাই মুল।

আবার কাজ শুরু করা যাক:

1. ঐভাবে wowbox এ্যাপ্স ক্লোন করুন (যতগুলো দরকার ততগুলো ক্লোন করুন) ;
2. এবার যতগুলো দরকার ততগুলো wowbox ইন্সটল দিন;
3. যে সিমে MB নিবেন তা আপনার Android মোবাইলে ইন্সার্ট করুন;
4. এবার setting>sim management  এ গিয়ে ম্যাসেজিং এর জন্য যে সিমে MB নিবেন তা সিলেক্ট করুন কিংবা সিম 1 এ সিম ঢুকান এতে এইটা করতে হবে না;

5. নেট কানেকশন দিয়ে wowbox চালু করুন;
6. Free 20 MB থেকে ফ্রী নিন;
7. কাজ শেষ...।

লক্ষণীয়:

1. MB নেওয়ার জন্য সিম বন্ধু প্যাকেজ করে নিন;
2. সিম মাত্র একবারই ইনসার্ট করতে হবে। এর পর আপনি ইচ্ছে করলে সিম খুলে ড্রয়ারে রেখে দিতে পারেন কোন অসুবিধা নেই :-P।  শুধু প্রতিদিন wowbox চালু করে 20 MB ক্লেইম করবেন যে কোন সিম দিয়ে এটা করতে পারেন কোন অসুবিধা নেই।

বি.দ্র: সিম মোবাইলে ইনসার্ট না করেই MB নেওয়ার একটা পদ্ধতি বের করেছি কিন্তু ঠিক ঠাক কাজ না হওয়ায় এখন শেয়ার করতে পারছি না এটা করতে পারলে যাদের ফোনে শুধুই মিনি সিম সাপোর্ট করে তারাও সিম না কেটেও MB নিতে পারবেন। আমি একটা সিমে এটা সফলভাবে করতে পেরেছি আরও ভাবনা চিন্তা করে এটাও শেয়ার করব।


শেষ কথা: একটা টিউনার ভাল ভাল টিউন করার ইচ্ছা ছেড়ে কখন জানেন? যখন ভাল টিউনের মূল্যায়ন করা হয় না কিংবা কপি-পেস্ট করে নিজের নামে চালিয়ে দিলে।  ফলাফল হয় আপনারা (আমরা) ভাল টিউন আর পান না এবং কপি-পেস্ট ওয়ালা হা-হুতাস করতে শুরু করে দেয় ।  তাই একটা কথাই বলব কেউ কপি পেস্ট করবেন না  লিংক শেয়ার করুন। একান্তই প্রয়োজন হলে মূল লেখকের নাম এবং মূল লেখার লিংকও সাথে দিয়ে দিবেন।

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন কিংবা আমাকে ফেসবুকে ম্যাসেস দিতে পারেন।
ভাল থাকুন।







Tags: এ্যান্ড্রয়েড এ্যাপ্স ক্লোন করা, how to hack any android apps in bangla, hack android apps, hack wowbox for grameenphone, grameenphone wowbox hack and get free mb, multi wowbox, wowbox এ MBনিতে হয় কিভাবে, এম্বি নেওয়ার পদ্ধতি, wowbox ফ্রী এম্বি নেওয়া, ওয়াওবক্স চিটিং, ফ্রীএম্বি, এ্যান্ড্রয়েড সেরা টিপস, android e apps clone korar niyom,mb neyar sohoj upay, wowbox diye mb nin, kivabe mb pabo wowbox grameenphon e, amader grameenphone hack korte chai, android diye free net, update grameenphone free net 2015, free net update 2015 android, wowbox 2015 hack, hack wowbox for android 2015 grameenphone, free download wowbox,ফ্রঈ ডাউনলোডwowbox, ফ্রী wowbox, MB চুরি, গ্রামীণফোনে ফ্রী MB নেওয়া,জিপি ফ্রী এম্বি, অ্যান্ড্রয়েড ক্লোনিং অ্যাপ্স, clone android apps tips in bangla video, video wowbox tips, গ্রামীনফোন ফ্রী MB 2015,

Monday 6 July 2015

ইংলিশ ভোকাবুলারি শেখার দূর্দান্ত ১০ টিপস

ইংরেজিতে শব্দ আমাদের সবারই কম বেশি জানা আছে। তারপরেও আমরা কোন জটিল বাক্য গঠন করার সময় কিংবা ইংরেজিতে কথা বলার সময় এই শব্দ কম জানার জন্য অনেক জায়গায় আটকে যাই। তখন মনে মনে নিজেকে গালি দেই কিংবা আফসোস করি যে আরও বেশি ভোকাবুলারি শিখলাম না কেন !
কখনো কখনো শিক্ষক কিংবা বড় ভাই-বোনদের বিরক্ত করতে শুরু করে দেই এসব বলে যে,  কীভাবে ইংরেজি ভোকাবুলারি শেখা যায়, English Vocabulary সহজে শেখার উপায় কি কিংবা দ্রুত ইংলিশ শেখার উপায় কি, ইংরেজি ভালভাবে শিখব কীভাবে??? হাজারো প্রশ্ন। আমাদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর একটা সহজ উপায় হল ইংরেজি শব্দভান্ডার বাড়ানো    বাংলা ভাষা কিংবা অন্য যে কোন ভাষা মানুষ শেখে আগে শব্দ তারপরে ভাবে বাক্যের গঠন নিয়ে।  কাজেই আমাদের এক্ষেত্রেও এই নিয়মটাই ফলো করতে হবে। আমরা প্রথমে শব্দ শিখব, তারপরে সেগুলো ব্যবহার করব বিভিন্ন প্রয়োজনে আর গ্রামারের দিকে যাব এরও পরে।

আজ বরং আপনাদের সাথে শেয়ার করি এমন কিছু দূর্দান্ত টিপস যা আপনাদের English Vocabulary বাড়াতে সাহায্য করবে  এর মাঝে কিছু নিয়ম আমি ব্যক্তিগতভাবে ফলো করি আর কিছু গুগল থেকে পেলাম:

Friday 1 May 2015

ইচ্ছেমত সাইজের ফাইল শেয়ার করুন ফেসবুকসহ যে কোন সাইটে

ফেসবুক ফ্রী পেয়ে ফেসবুকে ফাইল শেয়ারের হৈ-হুল্লোর লেগে গেছে। অনেক গ্রুপেই এখন ফাইল শেয়ার করা হচ্ছে ফ্রী ডাউনলোডের জন্য। কিন্তু বড় বড় ফাইলগুলো শেয়ার করতে পারছেন না। তাই আজ আপনাদের দেখাবো ফেসবুকে কীভাবে বড় বড় ফাইল শেয়ার করবেন এবং ডাউনলোড করবেন। এজন্য আপনাদের দরকার হবে উইন্ডোজের জন্য (পিসি) মাত্র ৪১ কিলোবাইটের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা বড় ফাইল কেটে ইচ্ছেমত ছোট করতে পারবেন, আবার ঐ সকল ছোট ছোট ফাইল যে কেউ ডাউনলোড করে এই সফটের মাধ্যমে একটা ফাইল করতে পারবে।

ফাইল আপলোডের জন্যঃ

Friday 17 April 2015

একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টর সাজেশন এবং সমাধান

একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায়ের  সাজেশন এবং সমাধান নিচে PDF আকারে দেওয়া হল। ডাউনলোড করে নিন।


নিজের ইচ্ছামত মেয়াদ বাড়িয়ে বানান গ্রামীণফোন ইন্টারনেটসহ ভয়েস আর এস এম এস প্ল্যান (এখন ইন্টারনেট মেয়াদ ইচ্ছামত বাড়াবেন) [মেগা টিউন]

আমরা অনেকেই আগে গ্রামীনফোনে যে কোন প্যাকেজে এক মাস মেয়াদ বাড়াতাম। কিন্তু বেশ কিছুদিন আগে গ্রমীণফোন ঐ পদ্ধতি বাতিল করে দেয়। তখন অনেকেই গ্রামীণ সিম না ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কেউ কেউ বিপদে পড়েই চালাতে থাকে। যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম গ্রামীণফোন যদি রবি-র মত ইচ্ছেমত ইন্টারনেট প্ল্যান বানানোর পদ্ধতি দিত তাহলে কত-ই না ভালো হত। অবশেষে গ্রামীণফোন নিয়ে এসেছে তার চেয়েও বড় কিছু!
ইন্টারনেট, ভয়েস মিনিট কিংবা এস এম এস সব কিছু ইচ্ছেমত নিন। আপনার যেটা দরকার! আর মেয়াদ? ইচ্ছেমত বাড়ান!
আর বেশি কথা বলব না। আপনারা বিরক্ত হয়ে যাবেন, কাজের কথায় চলে আসি।

১. প্রথমেই গ্রামীণফোনের এই এ্যাড্রেসে (http://grameenphone.com/flexi-plan) চলে যান ।




২. এবার আপনার ইচ্ছেমত মেগাবাইট, মিনিট, এস এম এস সাজান। (আমি শুধুমাত্র ২০ এম বি ইন্টারনেট নিয়েছি।)

Wednesday 1 April 2015

বই রিভিউঃ অবনীল - মুহম্মদ জাফর ইকবাল (PDF ডাইরেক্ট ডাউনলোড লিংকসহ)

======================== বই রিভিউ ============================

বইয়ের নামঃ অবনীল
লেখকের নামঃ মুহম্মদ জাফর ইকবাল
ঘরানাঃ বিজ্ঞান কল্পকাহিনী
রেটিং: 3.78/5 (goodreads)
5/5 (ব্যক্তিগত)
প্রকাশনীঃ অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
প্রকাশকালঃ ২০০৪ (তাম্রলিপি প্রকাশ ২০১০)
মূল্যঃ ১৬০ টাকা (মুদ্রিত)


মানুষ আর নীলমানব দুই দলে বিভক্ত। নীলমানব মানুষের মর্যাদা পায় নাই। তাদেরকে একটা আলাদা প্রানী হিসেবে বিবেচনা করে মানুষ। বিজ্ঞান একাডেমী নীলমানবদের নিয়ে গবেষণা করতে চায়। ১৭ জন নীলমানব বন্দী করা সম্ভব হয়েছে। মহাকাশযানে করে  তাদেরকে পৌঁছে দেওয়া হবে বিজ্ঞান একাডেমীর কাছে। নীলমানবেরা অসম্ভব সাহসী, অসম্ভব একরোখা। তারা সবাই একসাথে কাজ করে। অথচ তাদেরকে শীতল ঘরে না রেখে নিয়ে যাওয়া হচ্ছে শুধুই বন্দী করে। তারা তাদের অসম্ভব বুদ্ধি দিয়ে মহাকাশযানে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে।

Sunday 22 March 2015

ইউটিউবে এ পর্যন্ত সর্বাধিক দেখা ১০ মিউজিক ভিডিও এখনই আপনিও দেখে নিন

ইউটিউবে যে সকল মিউজিক ভিডিও সবচেয়ে বেশি দেখা হয়েছে সেগুলো কি আপনি দেখেছেন? না দেখলে দেখে নিন এখনি নিচ থেকে । ১। PSY - GANGNAM STYLE (강남스타일) M/V

 এ যাবৎ (22.03.2015) মোট দেখা হয়েছে 2,278,430,386 বার

বাংলার জন্য চার লাখ (বাংলার প্রতি ভালবাসা থাকলে পোস্টটি দেখুন। )

বাংলার জন্য চার লাখ
------------------------
হিসাবে বাংলা পৃথিবীর প্রথম কয়েকটা ভাষার মধ্যে একটা। কিন্তু ইন্টারনেটে? কন্টেন্ট হিসাব করলে গুগলের হিসাবে আমরা ৬৫ তম!!! এজন্য গুগল ট্রান্সলেটরে ৬৫তম ভাষা হিসাবে বাংলা যুক্ত হয়েছে।
ঠিক আছে। মানলাম যে আমাদের কন্টেন্ট ছিল না। কিন্তু এখন থাকতে সমস্যা কোথায়? কী করলে এই দূরত্ব ঘুচবে? আমাদের কী করনীয়?
একটা হল উইকিপিডিয়াতে কন্টেন্ট যোগ করা। সহজ কাজ, তেমন কিছু লাগে না। ভাষার জন্য ভালবাসা হলেই হয়।
আর একটা আছে। সেটা হল একটা সার্বজনীন ট্রান্সলেটর ইঞ্জিনকে সমৃদ্ধ করা। যেমন গুগল ট্রান্সলেটর। কেন গুগল? কারণ এটাতে ৯০টা ভাষাতে কাজ করানো যায়। মানে আমরা যদি বাংলাকে ঠিক করতে পারি তাহলে অন্যভাষার জিনিষ যেমন বাংলাতে পাবো তেমনি বাংলার সাহিত্যের খনিও অন্যদের সামনে তুলে ধরা যাবে। আর এটাতে বাংলাকে সমৃদ্ধ করার কাজটা আমরা নিজেরাই করে ফেলতে পারি। এবং করিও।
এই যেমন ফেব্রুয়ারি মাসের শুরুতে গুগলের ট্রান্সলেটর টিমের একজন কয়েকজন বাংলাদেশে এসেছিলেন। তারা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গিয়ে শ্রীলংকার গল্প বললেন। গল্পটা কী?

Friday 20 March 2015

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা রুপান্তর শিখে নিন অনলাইনে

সংখ্যা রুপান্তরের উপর আমার তৈরী ১১ টি ভিডিও। সংখ্যা রুপান্তরের ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে শিখে নিন সংখ্যা রুপান্তর অনলাইনে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর নিশ্চয়ই কাজে লাগবে। যারা এবার এইচ এস সি পরীক্ষা দিবে তাদেরও নিশ্চয়ই উপকার হবে।

 ১। 3.1 Number System সংখ্যা পদ্ধতি

 ২। 3.2 Conversion of Numbers (সংখ্যা রুপান্তর) Part-1

Saturday 14 March 2015

চারটি গুরুত্বপূর্ণ বাইনারী ম্যাথ

আমার এক ফেসবুক ফ্রেন্ড ইনবক্সে এবং ফোন করে চারটি বাইনারী ম্যাথের সমাধান চেয়েছিলেন। সেই ম্যাথগুলো বেশ গুরুত্বপূর্ণ মনে হল। তাই সমাধান আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করি সবারই কাজে লাগবে।


ছবিগুলো জুম করে দেখুন সব স্পষ্ট বোঝা যাবে। বেশ ভালো রেজুলেশনের ছবি। 


ঘরে বসে solar system পিসিতে দেখুন

আজ একটা ছোট্র এডুকেশনাল সফটওয়্যার শেয়ার করব। আশা করি সবারই উপকারে আসবে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের মাধ্যমেই 3D তে দেখতে পারবেন সোলার সিস্টেম। সূর্যের চারিদিকে পৃথিবী কিংবা অন্যান্য গ্রহ কিভাবে ঘুরছে তা শুধু বইয়ে পড়ে কল্পনা করেই এসেছি ।  আজ না হয় একটু সেটার সিস্টেমটা নিজের পিসিতেই দেখা যাক।

Wednesday 11 March 2015

নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করুন শুধু চিন্তাশক্তি বাড়িয়ে

আমাদের জীবনে সমস্যার কোন শেষ নেই। যেখানে যাবেন সেখানেই সমস্যা। চলাফেরা, বন্ধুদের সাথে আড্ডা, অফিসিয়াল কাজ, ইন্টারনেটে কোন কাজ করবেন কিংবা জীবনের যে কোন পর্যায়েই আমাদের সমস্যা দেখা দেয় আর সামনেও  দিবে। কিন্তু তাই বলেতো জীবন থেমে থাকবে না। সমস্যার মোকাবিলা করে এগিয়ে যেতে হবে সমাধানের পথে। কিন্তু এই ক্ষেত্রে দেখা দেয় আরো একটা সমস্যা, তা হল আমরা সমস্যা সয়াধান নিজ নিজে করতে পারি না সহজে। সবাই অন্যের উপর নির্ভর করি। নিজেও যদি কোন সমস্যার সমাধান করতে পারি তবুও নিশ্চিত হতে পারি না যে এটাই ভালো সমাধান। অন্যের কাছে জিজ্ঞেস করি নিশ্চিত হয়ে নেই যে এটাই ঠিক হবে কি না।

কিন্তু আমরা ইচ্ছা করলেই নিজেদের চিন্তা-শক্তি সঠিকভাবে কাজে লাগিয়ে আরও বুদ্ধিদীপ্তভাবে নিজেদের সমস্যা সমাধান করতে পারি।

Tuesday 10 March 2015

২০১৫ সালের বইমেলায় প্রকাশিত মুহম্মদ জাফর ইকবাল স্যারের বইগুলোর PDF ডাইরেক্ট ডাউনলোড লিংক

মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে নতুন কিছু বলার নেই। ওনাকে মোটামুটি সব বই প্রেমিকই চেনেন। জাফর ইকবাল বাংলাদেশের একজন বিখ্যাত লেখক যিনি বেশিরভাগই লেখেন ছোটদের জন্য। অবশ্য বড়দের জন্যেও লেখেন তিনি। তিনি বাংলা বিজ্ঞান কল্পকাহিনীতে যোগ করেছেন নতুন মাত্রা।হয়তো এমন কোন সায়েন্স ফিকশন লাভার পাওয়া যাবে না যে জাফর স্যারের অন্তত একটা বই পড়েন নাই।


যাই হোক এবারের বই মেলায় মুহম্মদ জাফর ইকবাল স্যার বেশ কয়েকটি নতুন বই এসেছে। তবে দুঃখজনক ব্যাপার হল বইগুলোর দাম এত বেশি ছিলো যে আমি বা আমার মত অনেক ছাত্রই হয়তো বইগুলো কিনতে পারে নাই। তাই বইগুলো পিডিএফ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


মুহম্মদ জাফর ইকবাল এর তিনটি বই (সেরিনা, গ্রামের নাম কাঁকনডুবি, আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু) শেয়ার করছি আজ। কেমন লাগলো মন্তব্যের

মাধ্যমে নিশ্চয়ই জানাবেন।

অতি প্রয়োজনীয় Idioms And Phrases উদাহরণসহ :: Part-2

আজ Idioms and Phrases  এর দ্বিতীয় অংশ দিব। আপনারা আশা করি নতুন নতুন এবং প্রয়োজনীয় Idioms and Phrases  শিখতে পারছেন। কেমন লাগছে এই সিরিজটি মন্তব্যের মাধ্যমে জানাবেন।

1) Subject to (অধীন) Man is subject to death.
2) Sine die (অনির্দিষ্ট কাল) - The college was closed for sine die.
3) Shoulder to shoulder (সবাই মিলেমিশে) - We should do work shoulder to shoulder .
4) Short cut (সংক্ষিপ্ত) -

Monday 9 March 2015

বাংলাদেশের মোট মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা, জানুয়ারী ২০১৫ শেষে

বাংলাদেশে দিন দিন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে।  সেই সাথে বাড়ছে সিম কেনার হার। কারো কারো তো আবার ১০-১৫ টা করে সিম। যাই হোক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক আর সিটিসেল এর ব্যবহারকারী সংখ্যা নিম্নে দেওয়া হলঃ


১) গ্রামীণফোনঃ ৫ কোটি ১৫ লাখ ৪৯ হাজার। 
গ্রামীণফোন বাংলাদেশের নাম্বার ওয়ান ওপারেটর। যদিও এদের ব্যবহারকারীরা কতটুকু সন্তুষ্ট তাদের সার্ভিসে সেটা একটা বড় প্রশ্ন। অনলাইনে সবচেয়ে বেশি গ্রামীণফনের বিরুদ্ধে ব্যবহারকারীদের মন্তব্য লক্ষ্য করা যায়।

২) বাংলালিংকঃ

প্রাকৃতিকভাবে নিজকে আরও লম্বা আর স্মার্ট করে তুলুন শুধু ১০ টি টিপস মেনে চলে

পৃথিবীতে চলছে বড় (পেশাগত)  হওয়ার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার যুগে নিজেকে স্মার্ট করে তুলতে চায় সবায়। স্মার্ট হওয়ার টিপস নিয়ে
অনেক কিছুই পড়েছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি ইচ্ছে করলে আপনার উচ্চতাও কিছুটা বাড়িয়ে নিতে পারেন প্রাকৃতিকভাবে। নিজেকে
সবার সামনে স্মার্ট করে তুলতে হলে একটু লম্বা হওয়া দরকার বৈ কি? আসুন দেখে নেওয়া যাক কিভাবে প্রাকৃতিকভাবে লম্বা হওয়া যায় তার সেরা ১০ টি টিপসঃ

১) সুষম খাদ্য গ্রহণ করুনঃ মোটা শরীরে মানুষকে অনেকটাই খাটো দেখায়। সেক্ষত্রে আপনাকে এমন খাদ্য গ্রহণ করতে হবে যেন আপনি এই মোটা হওয়া থেকে বাচঁতে পারেন। আপনি সঠিক নিয়মে খাওয়া দাওয়া করলে আরও লম্বা হবেন, সাথে অবশ্যই ভালো বোধ করবেন।





* পর্যাপ্ত পরিমাণ  চর্বিহীন প্রোটিন খাবার খান। চর্বিহীন প্রোটিন খাবার বলতে মুরগীর মাংস, মাছ, দুধ এই ধরনের খাবার খান। এগুলো আপনার পেশীর বৃদ্ধি এবং হাড়ের সঠিক বিকাশে সাহায্য করবে।

Saturday 7 March 2015

অতি প্রয়োজনীয় Idioms And Phrases উদাহরণসহ :: Part-1

ইংরেজিতে কথা বলতে সবাই চায়। অনেক ইংরেজিতে কথা বলতে পারে এবং বলে। অনেকে ইংরেজিতে কথা বলার ইচ্ছাপোষণ করেছেন। যাই হোক,
ইংরেজিতে কথা বলার জন্য Idioms And Phrases ব্যবহার করলে সেই কথা হয়ে উঠে আরও শ্রতিমধুর, আরও সুন্দর। Idioms And Phrases  ব্যবহার করে কথাগুলো শ্রোতার নিকট আরও সহজে এবং স্পষ্টভাবে বোঝানো যায়। কিন্তু আমরা অনেকেই Idioms And Phrases খুবই কম জানি। হয়তো অনেকেই পড়ার চেষ্টা করেছি, অলসতা কিংবা অন্যান্য কারণে আর পড়া হয় নি। তাই আজ থেকে আমি পর্ব পর্ব করে সবচেয়ে বেশী প্রয়োজনীয় এবং ব্যবহার উপযোগী Idioms And Phrases  উদাহরণসহ দিব। এতে করে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। মোবাইল কিংবা কম্পিউটার নিয়ে বসলে একটা ট্যাবে এটা ওপেন করে রাখলে মাঝে মাঝে দেখুন দুটি একটি করে, মুখে আওড়ান আর অন্যান্য কাজ করতে থাকুন।



অনেকেই Idioms And Phrases  পড়া শুরু করে A বর্ণ থেকে। অর্থাৎ ABC থেকে । কয়েকটা  পড়েই বাদ দিয়ে দেয়। প্রথম দিকেরগুলো প্রায় সবায় জানে। যেহেতু আপনাদের একটু হলেও উপকার করার জন্য এই পোস্ট টি দিচ্ছি, তাই আমি উলটো দিক থেকে শুরু করব। Z-A পদ্ধতিতে।

শুরু করা যাক প্রথম পর্বঃ

1. Yellow dog (হীন ব্যক্তি) - A yellow dog is always hated by all.

Thursday 5 March 2015

হুমায়ূন আহমেদের লেখা সেরা দশ গানের অডিও ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক

হুমায়ূন আহমেদ বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক। হিমু, মিসির আলি, শুভ্র চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদ। তিনি লিখেছেন প্রায় তিনশতাধিক বই। এছাড়া সিনেমা, নাটকের পরিচালক হিসেবে তিনি সফল। আজ  তার লেখা দশটি অসাধারণ গানের ডিরেক্ট ডাউনলোড  লিঙ্ক দিবঃ



১) চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয় - এস আই টুটুল

5 MB

Friday 27 February 2015

আপনিও পারবেন ইংরেজিতে অনর্গল কথা বলতে (কথা দিলাম)। জাস্ট এই ১০ টি টিপস ফলো করুন। আরও আছে কেন আপনি কোনদিনই ইংরেজি শিখতে পারবেন না, তার কারণ ও প্রতিকার !

ইংরেজি আমাদের জীবনের জন্য একটা অতি প্রয়োজনীয় ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকাল প্রতিনিয়ত ইংরেজীর মুখোমুখি হচ্ছি। যাই হোক, ইংরেজির প্রয়োজনীয়তা বলে বলে পোস্টটি অতিরিক্ত বড়  করতে চাচ্ছি না। কারণ আপনারা জানেন কেন ইংরেজি শিখতে হবে আর তাই এই পোস্টটি পড়তে শুরু করেছেন।
এবার তাহলে টিপস গুলো দেখে নেওয়া যাকঃ

(১) ইংরেজিতে চিন্তা করুনঃ আমি আপনাকে প্রথমেই এই কথাটা বলব, "ইংরেজিতে ভাবুন" ইংরেজি শেখার জন্য। কিভাবে ভাববেন, কী ভাববেন?

সবকিছুই ইংরেজিতে ভাবুন।

Sunday 22 February 2015

Bring এবং Fetch এর মাঝে পার্থক্য (Bring vs Fetch)

"বইটি আন" এর ইংরেজি কি হবে? Bring the book নাকি Fetch the book. বলা যায় দুটিই ঠিক । আবার যে কোন একটি ঠিক। কিন্তু কোনটি

ঠিক? আসলে একেক সময় একেকটি ঠিক। তাহলে কখন কোনটি ঠিক? আচ্ছা দেখা যাক কোনটি ঠিক।

Saturday 21 February 2015

দুই বা ততোধিক ব্লগার সাইটকে এক ব্লগে রুপান্তর করুন + আগের ব্লগ বর্তমান ব্লগে রিডাইরেক্ট করুন

আমাদের অনেকেরই নিজস্ব ব্লগার ব্লগ সাইট আছে। কারো দুই বা তার বেশী ব্লগ সাইট। এক্ষেত্রে দেখা যায় তারা নিজের সাইটের লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে মাঝে মাঝেই বিপাকে পড়েন, কখন কোন সাইটের লিঙ্ক শেয়ার করবেন বলে! আবার সব ব্লগে পোস্ট করাটাও বিরক্তর। তবুও ব্লগ সাইটগুলো ডিলিট করতে পারেন না ঐ সকল সাইটে পোস্ট আছে বলে। কিন্তু কেমন হয় যদি আপনি সব ব্লগের পোস্ট আপনার এক ব্লগে নিয়ে আসতে পারেন? নিশ্চয়ই ভালো। আজ আমি এটিই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাকঃ

১) প্রথমেই blogger.com যান। এরপরে মনে মনে একটা মেইন সাইট কল্পনা করুন এবং বাকিগুলো সাব-সাইট। ঐ সাব-সাইটগুলো আপনি মেইন সাইটে নিয়ে আসবেন।
২) সাব-সাইট (ব্লগ) এর ড্যাশবোর্ডে ডুকুন।
৩) এবার মেনু থেকে নিচের দিকে setting থেকে others এ যান। (চিত্রের মত)


৪) ব্লগ টলস থেকে উপরের দিক থেকে Export Blog এ ক্লিক করুন । (চিত্রের মত)

৫) এবার Download Blog ক্লিক করে ব্লগটি ডাউনলোড করে ফেল্যন । (চিত্রের মত)

এভাবে যে যে ব্লগগুলো আপনি মেইন ব্লগে নিয়ে যাবেন সেগুলো ডাউনলোড করে নিন।

পরবর্তী ধাপঃ
১) মেইন ব্লগের ড্যাশবোর্ডে ডুকুন।
২) এবার মেনু থেকে নিচের দিকে setting থেকে others এ যান আগের মত।
৩) এবার Import Blog এ ক্লিক করুন  । (চিত্রের মত)

৪) এইখান থেকে প্রথমে কোন ফাইল বা ব্লগটি ইম্পোর্ট করবেন তা চুজ ফাই্ল থেকে দেখিয়ে দিন। (চিত্রের মত)

৫) তারপর আপনি যে রোবট না তা নিশ্চিত হওয়ার জন্য ওদের দেওয়া শব্দটি লিখুন। এবার Import Blog এ ক্লিক করুন।

অভিনন্দন! আপনি সফল হয়েছেন। দেখুন আপনার আগের ব্লগের লেখাগুলো মেইন ব্লগে চলে এসেছে।

এবার গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। যখন কেউ একজন আপনার আগের ব্লগে সাইটে যাবে সে যেন অটোমেটিক আপনার মেইন সাইটে চলে আসে তার কাজ করতে হবে। 

১)পুরাতন ব্লগ গুলোর ড্যাশবোর্ডে যান।
২) টেমপ্লেট থেকে এডিট টেমপ্লেট এ যান।
৩) টেমপ্লেটের মাঝে সার্চ করুন <head> লিখে।
৪) এবার <head> ট্যাগের নিচে এই কোড টুকু বসিয়ে দিন। (চিত্রের মত)

<script type='text/javascript'>
  var d='<data:blog.url/>';
  d=d.replace(/.*\/\/[^\/]*/, '');
  location.href = 'http://schoolbdonline.blogspot.com';
</script>

*** এখানে http://schoolbdonline.blogspot.com এর পরিবর্তে আপনি আপনার মেইন ব্লগের ঠিকানা দিয়ে দিন।

অসাধারণ! কাজ শেষ। এবার মন্তব্যের মাধ্যমে আপনার সাফল্যের কথা আমাদের জানিয়ে দিন। আর কোন সমস্যা  হলেও জানাতে ভুলবেন না। আমি সমাধানের চেষ্টা করব।

ভালো থাকুন । 

Friday 20 February 2015

সেরা স্ক্রীন রেকর্ডার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক (Debut Video Capture Software)

কম্পিটারের স্ক্রীন রেকর্ডারের জন্য অসংখ্য সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনি কোনটি বেছে নিবেন? নিশ্চয়ই ঐ সফটওয়্যারটিই যেটি সবচেয়ে ভালো। কিন্তু কাহিনী হল আপনি ভালো সফট কোনটি তা বুঝবেন কিভাবে? কথা যাই হোক, আমি আমার ব্যবহার করা কিছু সফট থেকে আপনার জন্য সব্যেছে ভালো সফটটি দেয়ার চেষ্টা করছি। বেশিরভাগই সফটওয়্যারই খুব বেশি মেগাবাইটের। কাজেই হয়তো আপনি এত সময় ধরে ডাউনলোড দিতে চাইবেন না। এজন্য আমি দিব মাত্র দেড় এমবিএর (1.5 MB) সফটওয়্যার! আশা করি সফটওয়্যারটি ভালো লাগবে। সফটওয়্যাড়টির  নাম

Debut Video Capture Software । 


আসুন দেখে নেওয়া যাক এর কিছু ফিচারঃ

১) ভিডিও কিংবা ইমেজ সরাসরি হার্ড ড্রাইভে সেভ হবে।
২) ভিডিও গুলো avi,wmv, flv, mpg, mp4, mov এবং অন্যান্য ফরমেটে করতে পারবেন।
৩) সম্পূর্ণ স্ক্রীন কিংবা আপনার পছন্দ মত স্ক্রীনের যে কোন সাইজ রেকর্ড করতে পারবেন।

৪) রেকর্ড করার সময় মাইক্রোফোন রেকর্ডিং অর্থাৎ আপনার কথা রেকর্ড করতে পারবেন।
৫) আপনার কথার পাশাপাশি ইচ্ছে করলে বক্সের সাউন্ড অর্থা সিস্টেম সাউন্ড রেকর্ড করতে পারবেন।
৬) মাউস হাইলাইট কিংবা হাইড করে ভিডিও রেকর্ড করতে পারবেন।

এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন যা সাধারণত অন্যান্য স্ক্রীন রেকর্ডিং সফটওয়্যারে থাকে না।

এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।



Direct Download link 




মূল ওয়েবসাইট লিঙ্ক 

সবাইকে ধন্যবাদ। 

আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর

ইতিপূর্বে কোন ভাষার জন্য কোন জাতি রক্ত দেয় নি, প্রাণ দেয় নি বাঙালি ব্যতীত। বাংলা ভাষার জন্য আমরা ১৯৫২ সালে রক্ত দিয়েছি। এরপরে ১৯৯৯ সালে ইউনেস্কো  বাংলা ভাষাকে আরও বেশী সম্মানিত করে। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে । বাংলা ভাষা বিশ্বদরবারে মাথা তুলে আরও একবার দাঁড়ানোর সুযোগ পায়। আমরা হই গর্বিত।

এতকিছুর পরেও কোথায় যেন ছন্দপতন ঘটেছে। আমরা বাংলা ভাষার চেয়ে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে ঊর্দ্ধগামী। যদিও বিদেশি ভাষা আয়ত্ত্ব করতে পারি কিনা তাতে আমার অনেক সন্দেহ। ঘটনা যাই হোক, আমার আজকের আলোচনা সেটা নিয়ে নয়। আজ আমার আলোচনার মূল বিষয়, "আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর", আর সে কাজটা করতে হবে আপনার, আমার। হ্যাঁ, আমাদের হাতে এখন প্রযুক্তি। এমন কিছু করতে হবে যেন, পরবর্তী প্রজন্ম আমাদের স্মরণ রাখে, আর আমরাও হয়ে উঠি আত্মবিশ্বাসী। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলা ভাষায় বিভিন্ন কন্টেন্ট ওয়েবে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে।





বিভিন্ন আর্টিকেল লিখতে হবে বাংলা ভাষায়। আমাদের মাঝে অনেক ভালো ভালো লেখক আছেন, প্রযুক্তিবিদ আছেন, ব্লগার আছেন। তবে অতি দুঃখের সাথে বলতে হয়, তারা ইন্টারনেটে যে লেখাগুলো লেখে তার বেশীরভাগই ইংরেজীতে। ভাল, ইংরেজীতে লিখছে এতে আমার কোন বিরোধ নেই, কিন্তু আমরা ইচ্ছা করলেই কি পারি না বাংলা ভাষার জন্য বাংলায় কন্টেন্টগুলো লিখতে ইংরেজীর পাশাপাশি। জানি অনেকেই ব্লগ থেকে ইনকাম করার জন্য ইংরেজীতে ব্লগিং করেন। এখন কিন্তু বাংলাতে ব্লগিং করেও ইনকাম সম্ভব। আমি এ বিষয়ে বেশি কিছু বলব না।  তারপরেও আমার আপনার সুবিধার জন্য, বাংলা ভাষার জন্য হলেও কি বাংলা ভাষায় আমাদের কন্টেন্ট লেখা উচিত নয়?
বাংলা ভাষায় কয়েকটি বড় বড় সাইটে আর্টিকেল লেখা হয়। যেমন- টেকটিউনস, সামহোয়্যার ইন ব্লগ, টিউনার পেজ ইত্যাদি। তবে অবশ্যই এগুলোই যথেষ্ট নয়।


তারপরেও আসুন আমরা দেখি বাংলা ভাষায় ব্লগিং করলে আপনার কিংবা আমার কি সুবিধা বা লাভঃ
১) যদি আমি আপনি বাংলা ভাষায় টেক পোস্ট গুলো করি তাহলে আমরা সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের টেকি বিষয়গুলো বাংলায় সার্চ করলেই পেয়ে যাবো। এতে আমরা সহজেই ব্যপারটা বুঝব। আবার বাংলা ভাষারও মান বাড়বে বিশ্বদরবারে।
২) কোন ভিডিও বাংলা ভাষায় করলেও আমরা অনেক সহজেই বিষয়টি বুঝতে পারব।
৩)  পড়াশুনা বিষয়ক ওয়েবসাইট বাংলাতে নেই বললেই চলে। যা আছে তা অনেকটা না থাকার মতই। তারপরেও যারা নিজেদের চেষ্টায় এই কাজটি করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইল।
৪) পরবর্তী প্রজন্মের কাছে আপনি হাজার হাজার বছর নায়ক হয়ে থাকবেন।


এবার আসুন দেখি কিভাবে ব্লগিং করবেন : 
প্রফেসনাল যারা আছেন তারাতো জানেনই কীভাবে কিকরতে হবে। তারপরেও নতুনদের জন্য ব্লগিং বিষয়ে কিছু কথা বলছি। আমি আপনাকে বলব গুগলের ব্লগস্পট ব্যবহার করুন। এর জন্য আপনাকে কোনদিনই অর্থ দিতে হবে না। তাছাড়া ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। তবে আমার পরামর্শ হল, ব্লগস্পট ব্যবহার করা। আপনার একটা জিমেইল (গুগল) এ্যাকাউন্ট থাকলেই ফ্রীতে ব্লগসাইট খুলতে পারবেন। অসংখ্য টেমপ্লেট থেকে নিজের জন্য পছন্দমত টেমপ্লেট খুঁজে ব্লগিং শুরু করে দিন বাংলায় আজই, আর এই নতুন প্রজন্মের জন্য নতুন কিছু করে যান। বাংলা ভাষার মান আরও বাড়ান।

যারা এরপরেও ব্লগসাইট খুলতে পারছেন না। তারা গুগলে সার্চ দিন ব্লগসাইট খুলার ব্যপারে বাংলায় অনেক টিউটোরিয়াল পাবেন। আশা করি সমস্যা হবে  না। সবশেষে তাও  যদি না পারেন দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমিই একটা টিউটোরিয়াল করে আপনাদের দিব।

ইমেজ ক্রেডিটঃ গুগল

সবাইকে ধন্যবাদ।
ভালো থাকুন।

Wednesday 18 February 2015

কখন Good ব্যবহার করবেন আর কখন Well ব্যবহার করবেন (GOOD vs WELL )

আমরা  অনেক সময় good এবং well প্রায় একই অর্থ প্রকাশে  ব্যবহার করি। কিন্তু এই দুই শব্দের মাঝে রয়েছে বেশ কিছু  পার্থক্য। প্রথমেই বলতে হয় Well একটা Adverb আর Good হল Adjective ।