Saturday 21 February 2015

দুই বা ততোধিক ব্লগার সাইটকে এক ব্লগে রুপান্তর করুন + আগের ব্লগ বর্তমান ব্লগে রিডাইরেক্ট করুন

আমাদের অনেকেরই নিজস্ব ব্লগার ব্লগ সাইট আছে। কারো দুই বা তার বেশী ব্লগ সাইট। এক্ষেত্রে দেখা যায় তারা নিজের সাইটের লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে মাঝে মাঝেই বিপাকে পড়েন, কখন কোন সাইটের লিঙ্ক শেয়ার করবেন বলে! আবার সব ব্লগে পোস্ট করাটাও বিরক্তর। তবুও ব্লগ সাইটগুলো ডিলিট করতে পারেন না ঐ সকল সাইটে পোস্ট আছে বলে। কিন্তু কেমন হয় যদি আপনি সব ব্লগের পোস্ট আপনার এক ব্লগে নিয়ে আসতে পারেন? নিশ্চয়ই ভালো। আজ আমি এটিই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাকঃ

১) প্রথমেই blogger.com যান। এরপরে মনে মনে একটা মেইন সাইট কল্পনা করুন এবং বাকিগুলো সাব-সাইট। ঐ সাব-সাইটগুলো আপনি মেইন সাইটে নিয়ে আসবেন।
২) সাব-সাইট (ব্লগ) এর ড্যাশবোর্ডে ডুকুন।
৩) এবার মেনু থেকে নিচের দিকে setting থেকে others এ যান। (চিত্রের মত)


৪) ব্লগ টলস থেকে উপরের দিক থেকে Export Blog এ ক্লিক করুন । (চিত্রের মত)

৫) এবার Download Blog ক্লিক করে ব্লগটি ডাউনলোড করে ফেল্যন । (চিত্রের মত)

এভাবে যে যে ব্লগগুলো আপনি মেইন ব্লগে নিয়ে যাবেন সেগুলো ডাউনলোড করে নিন।

পরবর্তী ধাপঃ
১) মেইন ব্লগের ড্যাশবোর্ডে ডুকুন।
২) এবার মেনু থেকে নিচের দিকে setting থেকে others এ যান আগের মত।
৩) এবার Import Blog এ ক্লিক করুন  । (চিত্রের মত)

৪) এইখান থেকে প্রথমে কোন ফাইল বা ব্লগটি ইম্পোর্ট করবেন তা চুজ ফাই্ল থেকে দেখিয়ে দিন। (চিত্রের মত)

৫) তারপর আপনি যে রোবট না তা নিশ্চিত হওয়ার জন্য ওদের দেওয়া শব্দটি লিখুন। এবার Import Blog এ ক্লিক করুন।

অভিনন্দন! আপনি সফল হয়েছেন। দেখুন আপনার আগের ব্লগের লেখাগুলো মেইন ব্লগে চলে এসেছে।

এবার গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। যখন কেউ একজন আপনার আগের ব্লগে সাইটে যাবে সে যেন অটোমেটিক আপনার মেইন সাইটে চলে আসে তার কাজ করতে হবে। 

১)পুরাতন ব্লগ গুলোর ড্যাশবোর্ডে যান।
২) টেমপ্লেট থেকে এডিট টেমপ্লেট এ যান।
৩) টেমপ্লেটের মাঝে সার্চ করুন <head> লিখে।
৪) এবার <head> ট্যাগের নিচে এই কোড টুকু বসিয়ে দিন। (চিত্রের মত)

<script type='text/javascript'>
  var d='<data:blog.url/>';
  d=d.replace(/.*\/\/[^\/]*/, '');
  location.href = 'http://schoolbdonline.blogspot.com';
</script>

*** এখানে http://schoolbdonline.blogspot.com এর পরিবর্তে আপনি আপনার মেইন ব্লগের ঠিকানা দিয়ে দিন।

অসাধারণ! কাজ শেষ। এবার মন্তব্যের মাধ্যমে আপনার সাফল্যের কথা আমাদের জানিয়ে দিন। আর কোন সমস্যা  হলেও জানাতে ভুলবেন না। আমি সমাধানের চেষ্টা করব।

ভালো থাকুন । 
Location: Pabna, Bangladesh

0 comments:

Post a Comment