Friday, 17 April 2015

নিজের ইচ্ছামত মেয়াদ বাড়িয়ে বানান গ্রামীণফোন ইন্টারনেটসহ ভয়েস আর এস এম এস প্ল্যান (এখন ইন্টারনেট মেয়াদ ইচ্ছামত বাড়াবেন) [মেগা টিউন]

আমরা অনেকেই আগে গ্রামীনফোনে যে কোন প্যাকেজে এক মাস মেয়াদ বাড়াতাম। কিন্তু বেশ কিছুদিন আগে গ্রমীণফোন ঐ পদ্ধতি বাতিল করে দেয়। তখন অনেকেই গ্রামীণ সিম না ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কেউ কেউ বিপদে পড়েই চালাতে থাকে। যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম গ্রামীণফোন যদি রবি-র মত ইচ্ছেমত ইন্টারনেট প্ল্যান বানানোর পদ্ধতি দিত তাহলে কত-ই না ভালো হত। অবশেষে গ্রামীণফোন নিয়ে এসেছে তার চেয়েও বড় কিছু!
ইন্টারনেট, ভয়েস মিনিট কিংবা এস এম এস সব কিছু ইচ্ছেমত নিন। আপনার যেটা দরকার! আর মেয়াদ? ইচ্ছেমত বাড়ান!
আর বেশি কথা বলব না। আপনারা বিরক্ত হয়ে যাবেন, কাজের কথায় চলে আসি।

১. প্রথমেই গ্রামীণফোনের এই এ্যাড্রেসে (http://grameenphone.com/flexi-plan) চলে যান ।




২. এবার আপনার ইচ্ছেমত মেগাবাইট, মিনিট, এস এম এস সাজান। (আমি শুধুমাত্র ২০ এম বি ইন্টারনেট নিয়েছি।)


৩. মেয়াদ ইচ্ছেমত করে নিন। ১ দিন, ৭ দিন, ১৫ দিন কিংবা ৩০ দিন। (আমি মেয়াদ নিয়েছি ৩০ দিন।)

৪. দেখুন কত টাকা লাগবে তা সাইডে দেখাচ্ছে।

৫. এবার BUY NOW এ ক্লিক করুন।

৬. এখান থেকে বক্সে আপনার মোবাইল নাম্বার দিন।



৭. CONTINUE এ ক্লীক করুন ।
৮. আপনার মোবাইলে একটা চার ডিজিটের পিন যাবে। ঐটা এখানে দিন।



৯. কত টাকা কাটবে তা এখানে দেওয়া আছে। এবার AGREE & CONTINUE এ ক্লিক করুন।

১০. কমপ্লিট! কাজ শেষ হয়ে গেল আপনার ইচ্ছেমত প্ল্যান কেনা।















কপি পেস্ট হইতে দূরে থাকুন। একান্তই প্রয়োজন পড়লে লিঙ্ক শেয়ার করুন। 

দেখা হবে পড়ের টিউনে। ভাল থাকুন।
















Tags: grameenphone new package, grameenphone.com 3g, grameenphone internet package for modem, grameenphone internet unlimited package, grameenphone sim package, গ্রামীণফোন ইন্টারনেটের মেয়াদ বাড়ানোর উপায়, গ্রামীণ ফ্লেক্সি-প্ল্যান, জিপি ইন্টারনেট মেয়াদ বাড়ানো, বান্ডেল প্যাক গ্রামীণফোন, ইন্টারনেট এর মেয়াদ বাড়ান গ্রামীণফোন, গ্রামীণফোন প্যাকেজেস, জিপি প্যাকেজ, জিপি মেয়াদ বাড়ানোর টিপস, ইন্টারনেটের মেয়াদ বাড়ানোর সহজ উপায়, এস এম এস কিনুন গ্রামীণফোণ, গ্রামীণফোনের ভয়েয় বান্ডেল প্যাক, এস এম এস প্যাকেজ, সহজ উপায়ে নেট কেনা, 

1 comment:

  1. অন্য কোন উপায় আছে কি ?
    অসংখ্য ধন্যবাদ । ফ্যাশন কখনো এক গন্ডিতে থেমে থাকে না। নিয়মিতই গড়িয়ে চলে এটি। অনেকে ভাবে, ফ্যাশন হলো আপনার স্টাইল। ফ্যাশন আর ষ্টাইলের মধ্যে পার্থক্য রয়েছে।
    বিস্তারিত, ফ্রী ডাউলোড করুন
    Bangla Audio
    Hindi Audio
    Kolkata Audio
    Hindi Video
    Kolkata Video
    Bangla Video
    New Natok
    Android Apps
    অনেক ধন্যবাদ

    ReplyDelete