Saturday, 15 August 2015

বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র "হুমায়ূন আহমেদ"

হুমায়ূন আহমেদ লিখে গেছেন অসাধারণ কিছু বই। প্রায় ৩৩২ টা বই উনি লিখেছেন। কিছু কালজয়ী আর সবই জনপ্রিয়।

হুমায়ূন আহমেদ শুধু বই-ই লিখেননি লিখেছে অসাধারণ কিছু গান। যা আমরা অনেকেই শুনেছি (হয়তো গান কে লিখেছে সেটা না জেনেই) ।
এছাড়া উনি তৈরী করেছেন অস্বাভাবিক সুন্দর কিছু সিনেমা।
বানিয়েছেন ১০০+ বাংলা নাটক আর সিরিয়াল।



হুমায়ূন আহমেদ স্যারের বই অনলাইনে পাওয়া যায় কিন্তু কেমন যেন অগোসালো। তাই হুমায়ূন আহমেদের সব বই,গান, সিনেমা আর নাটকের সমাহার এক জায়গা করতেই আমার এই ছোট্র প্রয়াস। আপনারা যারা আমার কোন লেখা পড়েছেন কিংবা আমার কোন ব্লগ থেকে কিছু ডাউনলোড করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি সবসময়ই কোন ফাইলের ডিরেক্ট ডাউনলোড লিংক শেয়ার করি। মানে জাস্ট ক্লিক এন্ড ডাউনলোড। এক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না।

বোনাস হিসেবে থাকছে বইয়ের রিভিউ, পাঠ-প্রতিক্রতিয়া। যা অন্য কোথাও হয়তো পাবেন না। আর আপনার ভাল-লাগা বইটি অনলাইনেই কেনার জন্য থাকছে প্রয়োজনীয় তথ্যাদি ও লিঙ্ক।

আমার লেখা (পোস্ট) শেয়ার করি, লাইক কিংবা কমেন্ট করে আশা করি এই কাজটি আরো এগিয়ে নিতে সাহায্য করবেন আপনারা।

ব্লগ লিঙ্কঃ http://humayun-ahmed-all.blogspot.com
ফেসবুক পেজ লিঙ্কঃ https://www.facebook.com/HumayunAhmedAll


ভাল থাকুন।

1 comment: