Friday, 1 May 2015

ইচ্ছেমত সাইজের ফাইল শেয়ার করুন ফেসবুকসহ যে কোন সাইটে

ফেসবুক ফ্রী পেয়ে ফেসবুকে ফাইল শেয়ারের হৈ-হুল্লোর লেগে গেছে। অনেক গ্রুপেই এখন ফাইল শেয়ার করা হচ্ছে ফ্রী ডাউনলোডের জন্য। কিন্তু বড় বড় ফাইলগুলো শেয়ার করতে পারছেন না। তাই আজ আপনাদের দেখাবো ফেসবুকে কীভাবে বড় বড় ফাইল শেয়ার করবেন এবং ডাউনলোড করবেন। এজন্য আপনাদের দরকার হবে উইন্ডোজের জন্য (পিসি) মাত্র ৪১ কিলোবাইটের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা বড় ফাইল কেটে ইচ্ছেমত ছোট করতে পারবেন, আবার ঐ সকল ছোট ছোট ফাইল যে কেউ ডাউনলোড করে এই সফটের মাধ্যমে একটা ফাইল করতে পারবে।

ফাইল আপলোডের জন্যঃ


১.এখান থেকে ডাউনলোড করে নিনঃ 



২. এবার শুধু ওপেন করুন। (ইন্সটলের ঝামেলা নাই।)
৩. এখান থেকে spilt এর মাধ্যমে যে কোন বড় ফাইল কেটে ছোট ছোট করতে পারবেন।

৪. Segment size থেকে কত এম বি এর ফাইল বানাবেন তা দিয়ে দিন।
৫. Split এ ক্লিক করুন।

আবার ফাইল জোড়া লাগানোর জন্য;

১. ফাইল একসাথে লাগানোর জন্য, সবগুলো ফাইল আগে ডাউনলোড করে এক ফোল্ডারে রাখুন।
২. Splice থেকে ইনপুট ফাইলে ক্লিক করে ঐ ফোল্ডারের ফাইলটি দেখিয়ে দিন।
৩. Splice এ ক্লিক করুন।

কাজ শেষ।

Related Posts:

  • 3.1 Number System (সংখ্যা পদ্ধতি) [একাদশ-দ্বাদশ শ্রেণি] এই ভিডিওতে একাদশ ও দ্বাদশ শ্রেণি এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর তৃতীয় অধ্যায় এর সংখ্যা পদ্ধতি এর প্রাথমিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আলোচনার বিষয়গুলো… Read More
  • 3.7 Binary Subtraction বাইনারি সংখ্যার বিয়োগ এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের বাইনারি বিয়োগ নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। মূল ইউটিউব লিঙ… Read More
  • 3.5 Conversion of Numbers সংখ্যা রুপান্তর Part-4 এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা রুপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচিত আংশের মাঝে আছে অকট্যাল থেকে হে… Read More
  • 3.10 2's Complement form ২ এর পরিপূরক গঠন এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ২ এর পরিপূরক গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। মূল ইউটিউব লিঙ্কঃ https://www… Read More
  • About us We believe that online education will spread in everywhere. We want to see that day when students need not private tutor or home tutor. They will fi… Read More

1 comment:

  1. অসাধারন একটি ট্রিকস। ধন্যবাদ এমন একটি টিরিক্স প্রকাশ করার জন্য।।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা টিপস্ পেয়েছিলা এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। এখানে> http://muktomoncho.com/archives/1381

    ReplyDelete