Saturday, 25 July 2015

(টেক্সট + ভিডিও টিউটোরিয়াল) একটা এ্যান্ড্রয়েড মোবাইলে চালান একই এ্যাপ্স অনেকগুলো। গ্রামীনফোন সিমে wowbox এর মাধ্যমে MB নিন যতগুলো সিমে ইচ্ছা, সিম পকেটে রেখেই প্রতিদিন!

আজ খুব মজার একটা জিনিস শিখব আমরা। কেমন হয় যদি আপনি আপনার প্রয়োজনীয় এ্যাপ্স একাধিক আপনার ফোনে ইন্সটল দিন। যেমন- facebook messenger, skype,viber,wowbox ইত্যাদি। আপনারা নিশ্চয়ই  লক্ষ্য করেছেন, একটা এ্যাপ্স দুইবার ইন্সটল দিলে একটা আরেকটাকে রিপ্লেস করে. মানে দুইটা ইন্সটল হয়না  কাজেই আমাদের অন্য কিছু করতে হবে যাতে 2/3/4/5 কিংবা আমাদের ইচ্ছে মত যতগুলো ইচ্ছা একেকটা ইন্সটল দিতে পারি এতোক্ষণ ছিল ভূমিকা! এবার মূল পর্ব ।

যাদের টেক্সট পড়ার ধৈর্য নেই তারা ভিডিও দুটি দেখে শিখে নিনঃ

1.Clone Android Apps in Bangla বাংলা HD





2.Use multi Wowbox in an Android Mobile বাংলা





যা যা শিখব:
1. যে কোন এ্যাপ্স ক্লোন করা;
2. একই এ্যাপ্স যতগুলো ইচ্ছা ইনস্টল দেওয়া;
3. wowbox একাধিক ইনস্টল করা;
4. গ্রামীণফোন সিম পকেটে রেখেই প্রতিদিন 20 MB করে নেওয়া।


যা যা লাগবে:
1. দুটি এ্যাপ্স;
2. যে এ্যাপ্স নকল করবেন সেটার apk ;
3. আর একটা android মোবাইল :-p


কাজ শুরু করা যাক:
1. প্রথমেই এই এ্যাপটি ডাউনলোড  (apk editor, size 238 KB) করুন, এবার এটা ডাউনলোড (apk editor patch, size 213 KB)  করুন;

2. প্রথম ফাইলটি ইনস্টল দিন;
3. এবার দ্বিতীয় ফাইলটি ইনস্টল দিন। রিপ্লেসের অনুমতি দিন;
4. Apk Editor ওপেন করুন;
5. SD Card থেকে যে এ্যাপ্স নকল করতে চাচ্ছেন তা কিছু সময় ধরে রাখুন;
6. ক্লোন সিলেক্ট করুন;



7. কোথায় সেভ করবেন এই ফাইলটি তা দেখিয়ে OK দিন;

8. এবার রিনেইম করুন;

9. সেভ করুন
10. চমৎকার! একটা এ্যা;পস ক্লোন করে ফেলেছেন।

কী? বিশ্বাস হচ্ছে না? যেটি এইমাত্র সেভ করলেন তা ইনস্টল করে দেখুন কি বিশ্বাস হল তো!



এবার আসা যাক Wowbox এর ব্যাপারে এইটা শেয়ার করতে হয়তো আরো দেরি হত কিন্তু গ্রামীনফোন এইতো যা শুরু করে করেছে তাতে এখনই শেয়ার করে দিলাম :)।

প্রথমেই বলে রাখি wowbox কি, wowbox হল জিপির একটা নিজস্ব এ্যান্ড্রয়েড এ্যাপ্স এটার মাধ্যমে আপনারা জিপি ইউজাররা যারা বন্ধু প্যাকেজে আছেন তারা ইচ্ছে করলেই প্রতিদিন 20 MB করে ইন্টারনেট নিতে পারবেন ফ্রী তে। অন্যান্য অনেক সুবিধা আছে। আমার কাছে এটাই মুল।

আবার কাজ শুরু করা যাক:

1. ঐভাবে wowbox এ্যাপ্স ক্লোন করুন (যতগুলো দরকার ততগুলো ক্লোন করুন) ;
2. এবার যতগুলো দরকার ততগুলো wowbox ইন্সটল দিন;
3. যে সিমে MB নিবেন তা আপনার Android মোবাইলে ইন্সার্ট করুন;
4. এবার setting>sim management  এ গিয়ে ম্যাসেজিং এর জন্য যে সিমে MB নিবেন তা সিলেক্ট করুন কিংবা সিম 1 এ সিম ঢুকান এতে এইটা করতে হবে না;

5. নেট কানেকশন দিয়ে wowbox চালু করুন;
6. Free 20 MB থেকে ফ্রী নিন;
7. কাজ শেষ...।

লক্ষণীয়:

1. MB নেওয়ার জন্য সিম বন্ধু প্যাকেজ করে নিন;
2. সিম মাত্র একবারই ইনসার্ট করতে হবে। এর পর আপনি ইচ্ছে করলে সিম খুলে ড্রয়ারে রেখে দিতে পারেন কোন অসুবিধা নেই :-P।  শুধু প্রতিদিন wowbox চালু করে 20 MB ক্লেইম করবেন যে কোন সিম দিয়ে এটা করতে পারেন কোন অসুবিধা নেই।

বি.দ্র: সিম মোবাইলে ইনসার্ট না করেই MB নেওয়ার একটা পদ্ধতি বের করেছি কিন্তু ঠিক ঠাক কাজ না হওয়ায় এখন শেয়ার করতে পারছি না এটা করতে পারলে যাদের ফোনে শুধুই মিনি সিম সাপোর্ট করে তারাও সিম না কেটেও MB নিতে পারবেন। আমি একটা সিমে এটা সফলভাবে করতে পেরেছি আরও ভাবনা চিন্তা করে এটাও শেয়ার করব।


শেষ কথা: একটা টিউনার ভাল ভাল টিউন করার ইচ্ছা ছেড়ে কখন জানেন? যখন ভাল টিউনের মূল্যায়ন করা হয় না কিংবা কপি-পেস্ট করে নিজের নামে চালিয়ে দিলে।  ফলাফল হয় আপনারা (আমরা) ভাল টিউন আর পান না এবং কপি-পেস্ট ওয়ালা হা-হুতাস করতে শুরু করে দেয় ।  তাই একটা কথাই বলব কেউ কপি পেস্ট করবেন না  লিংক শেয়ার করুন। একান্তই প্রয়োজন হলে মূল লেখকের নাম এবং মূল লেখার লিংকও সাথে দিয়ে দিবেন।

কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন কিংবা আমাকে ফেসবুকে ম্যাসেস দিতে পারেন।
ভাল থাকুন।







Tags: এ্যান্ড্রয়েড এ্যাপ্স ক্লোন করা, how to hack any android apps in bangla, hack android apps, hack wowbox for grameenphone, grameenphone wowbox hack and get free mb, multi wowbox, wowbox এ MBনিতে হয় কিভাবে, এম্বি নেওয়ার পদ্ধতি, wowbox ফ্রী এম্বি নেওয়া, ওয়াওবক্স চিটিং, ফ্রীএম্বি, এ্যান্ড্রয়েড সেরা টিপস, android e apps clone korar niyom,mb neyar sohoj upay, wowbox diye mb nin, kivabe mb pabo wowbox grameenphon e, amader grameenphone hack korte chai, android diye free net, update grameenphone free net 2015, free net update 2015 android, wowbox 2015 hack, hack wowbox for android 2015 grameenphone, free download wowbox,ফ্রঈ ডাউনলোডwowbox, ফ্রী wowbox, MB চুরি, গ্রামীণফোনে ফ্রী MB নেওয়া,জিপি ফ্রী এম্বি, অ্যান্ড্রয়েড ক্লোনিং অ্যাপ্স, clone android apps tips in bangla video, video wowbox tips, গ্রামীনফোন ফ্রী MB 2015,

Friday, 20 March 2015

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা রুপান্তর শিখে নিন অনলাইনে

সংখ্যা রুপান্তরের উপর আমার তৈরী ১১ টি ভিডিও। সংখ্যা রুপান্তরের ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে শিখে নিন সংখ্যা রুপান্তর অনলাইনে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর নিশ্চয়ই কাজে লাগবে। যারা এবার এইচ এস সি পরীক্ষা দিবে তাদেরও নিশ্চয়ই উপকার হবে।

 ১। 3.1 Number System সংখ্যা পদ্ধতি

 ২। 3.2 Conversion of Numbers (সংখ্যা রুপান্তর) Part-1

Sunday, 14 December 2014

3.11 Bolean Algebra বুলিয়ান অ্যালজেবরা


অনেক দিন পর আবার একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য আই সি টি (ICT) বিষয়ে ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে

বুলিয়ান অ্যালজেবরারঃ
১. মৌলিক বিষয়গুলো নিয়ে
২. বুলিয়ান যোগের নিয়ম
৩. বুলিয়ান গুণের নিয়ম
৪. বুলিয়ান পূরকের নিয়ম
৫. বুলিয়ান দ্বৈত নীতি
৬. সাথে কিছু উদাহরণ


মাত্র ৪ মিনিট ৪৬ সেকেন্ডের এই ভিডিওতে বিষয়গুলো বুঝানো হয়েছে।




মূল ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=MJZ-L7vy8jI


আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল


আরও ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Chemistry - Isotope, Isobar, Isotone and Isomer আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোমার


রসায়ন

আজকের ভিডিও টিউটোরিয়ালে রসায়নের আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোমার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাথে আইসোটোপ,

আইসোবার, আইসোটোন এবং আইসোমার সহজে মনে রাখার জন্য খুব সহজ একটা কৌশল দেখানো হয়েছে।

আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার পর আপনার আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোমার সংক্রান্ত প্যাঁচ শেষ হবে।







মূল ইউটিউব লিঙ্কঃ  https://www.youtube.com/watch?v=nTpPTXTD4rY



আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে



ফেসবুকে আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের ফেসবুক ফ্যান পেজ

Wednesday, 1 October 2014

3.10 2's Complement form ২ এর পরিপূরক গঠন

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ২ এর পরিপূরক গঠন নিয়ে আলোচনা করা হয়েছে।





মূল ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=cC8spwIDuZ0



আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

3.9 1's Complement form ১ এর পরিপূরক গঠন

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের ১ এর পরিপূরক গঠন নিয়ে আলোচনা করা হয়েছে।




মূল ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=1VHCoRPYFhM


আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

3.8 Signed Number চিহ্নযুক্ত সংখ্যা

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের চিহ্নযুক্ত সংখ্যার প্রাথমিক আলোচনা করা হয়েছে।



মূল ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=25HNCKR4gBI

আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

Tuesday, 30 September 2014

3.7 Binary Subtraction বাইনারি সংখ্যার বিয়োগ

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের বাইনারি বিয়োগ নিয়ে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হয়েছে।




মূল ইউটিউব লিঙ্কঃ  https://www.youtube.com/watch?v=T6D5hTzcIs0

আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

3.6 Binary Addition বাইনারী সংখ্যার যোগ

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের বাইনারি যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাথে কিভে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করা যায় তা উদাহরণসহ দেখানো হয়েছে।


;

মূল ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=JObuBZQhOKM


আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল


ফেসবুকে আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের ফেসবুক ফ্যান পেজ
অথবা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে
ফলো করুন আমাদের টুইটার এক্যাউন্ট







TAGS: binary addition, binary jog, বাইনারি যোগ, বাইনারি সংখ্যার যোগ, বাইনারি টিউটোরিয়াল, আই সি টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,




Sunday, 28 September 2014

3.5 Conversion of Numbers সংখ্যা রুপান্তর Part-4

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা রুপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচিত আংশের মাঝে আছে অকট্যাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অকট্যাল এ রুপান্তর।




মূল ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=kkFOHb77-m8

আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

3.4 Conversion of Numbers (সংখ্যা রুপান্তর) Part-3

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা রুপান্তর নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচিত আংশের মাঝে আছে বাইনারী থেকে অকট্যাল সংখ্যায় রুপান্তর, অকট্যাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রুপান্তর, বাইনারি হতে হেক্সাডেসিমাল সংখ্যা রুপান্তর এবং হেক্সাডেইমাল সংখ্যা হতে বাইনারি সংখ্যায় রুপান্তর।






ইউটিউব মূল লিঙ্কঃ  https://www.youtube.com/watch?v=RSHmwGqY-KQ

আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

Friday, 26 September 2014

3.3 Conversion of Numbers (সংখ্যা রুপান্তর) Part-2

এই ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা রুপান্তরের বাইনারি থেকে দশমিকে রুপান্তর, ডেসিমাল থেকে দশমিকে রুপান্তর,

হেক্সাডেসিমাল থেকে দশমিকে রুপান্তর দেখানো হয়েছে (উদাহরণসহ)।







আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

Thursday, 25 September 2014

3.2 Conversion of Numbers (সংখ্যা রুপান্তর) Part-1

এই ভিডিওতে একাদশ ও দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় এর সংখ্যা রুপান্তর এর অংশ আলোচনা করা হয়েছে। আলোনার অংশগুলোর মাঝে আছে দশমিক

থেকে বাইনারি তে রুপান্তর, দশমিক থেকে অকটালে রুপান্তর, দশমিক থেকে হেক্সাডেসিমালে রুপান্তর ।















আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল

Wednesday, 24 September 2014

3.1 Number System (সংখ্যা পদ্ধতি) [একাদশ-দ্বাদশ শ্রেণি]

এই ভিডিওতে একাদশ ও দ্বাদশ শ্রেণি এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর তৃতীয় অধ্যায় এর সংখ্যা পদ্ধতি এর প্রাথমিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আলোচনার বিষয়গুলোর মাঝে আছেঃ দশমিক, বাইনারি, অকটাল, হেক্সাডেসিম্যাল এর প্রাথমিক বিষয় এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য।



 আরও ভিডিও দেখতে এবং নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল