মুহম্মদ জাফর ইকবালকে নিয়ে নতুন কিছু বলার নেই। ওনাকে মোটামুটি সব বই প্রেমিকই চেনেন। জাফর ইকবাল বাংলাদেশের একজন বিখ্যাত লেখক যিনি বেশিরভাগই লেখেন ছোটদের জন্য। অবশ্য বড়দের জন্যেও লেখেন তিনি। তিনি বাংলা বিজ্ঞান কল্পকাহিনীতে যোগ করেছেন নতুন মাত্রা।হয়তো এমন কোন সায়েন্স ফিকশন লাভার পাওয়া যাবে না যে জাফর স্যারের অন্তত একটা বই পড়েন নাই।
যাই হোক এবারের বই মেলায় মুহম্মদ জাফর ইকবাল স্যার বেশ কয়েকটি নতুন বই এসেছে। তবে দুঃখজনক ব্যাপার হল বইগুলোর দাম এত বেশি ছিলো যে আমি বা আমার মত অনেক ছাত্রই হয়তো বইগুলো কিনতে পারে নাই। তাই বইগুলো পিডিএফ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
মুহম্মদ জাফর ইকবাল এর তিনটি বই (সেরিনা, গ্রামের নাম কাঁকনডুবি, আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু) শেয়ার করছি আজ। কেমন লাগলো মন্তব্যের
মাধ্যমে নিশ্চয়ই জানাবেন।