Saturday 4 October 2014

আর কী ইউনিটে কনভার্ট করতে হবে, সব ইউনিট কনভার্টার একসাথে! (সাইজ মাত্র ২ এম,বি)




বিশেষ করে পদার্থবিজ্ঞানের স্টুডেন্টের এই সফটওয়্যারটি খুব কাজে লাগবে। আমাদের কাজে মাঝে মাঝে প্রয়োজন পরে বিভিন্ন ইউনিট কনভার্ট করার। যেমন- দূরত্ব (মিটার থেকে ফুট কিংবা কিলোমিটার থেকে ফুট  ইত্যাদি), ডিগ্রী, ওজন ইত্যাদি। আর সেই সকল ইউনিট কনভার্টের গুরু নিয়ে আসলাম। নাম Unit Converter pro । এছাড়াও এখানে আছে পদার্থ বিজ্ঞানের অতি  প্রয়োজনীয় চিহ্ন। যেমনঃ আলফা, বেটা, ওমেগা, থেটা, পাই ইত্যাদি।




আবার এখানে আছে প্রয়োজনীয় Physical Constants ।






ত্রিকোণমিতি, জ্যামিতি, মেকানিক্সসহ পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে।






তাহলে এখনই নিচ থেকে ডাউনলোড করে নিন :

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্কঃ UnitConverterPro1.4 by SchoolBDOnline.blogspot.com

ফেসবুকে আপডেট পেতে লাইক দিয়ে রাখুন আমাদের ফেসবুক ফ্যান পেজ
অথবা জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে
ফলো করুন আমাদের টুইটার এক্যাউন্ট

সবাইকে ধন্যবাদ

0 comments:

Post a Comment