ফেসবুক ফ্রী পেয়ে ফেসবুকে ফাইল শেয়ারের হৈ-হুল্লোর লেগে গেছে। অনেক গ্রুপেই এখন ফাইল শেয়ার করা হচ্ছে ফ্রী ডাউনলোডের জন্য। কিন্তু বড় বড় ফাইলগুলো শেয়ার করতে পারছেন না। তাই আজ আপনাদের দেখাবো ফেসবুকে কীভাবে বড় বড় ফাইল শেয়ার করবেন এবং ডাউনলোড করবেন। এজন্য আপনাদের দরকার হবে উইন্ডোজের জন্য (পিসি) মাত্র ৪১ কিলোবাইটের একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা বড় ফাইল কেটে ইচ্ছেমত ছোট করতে পারবেন, আবার ঐ সকল ছোট ছোট ফাইল যে কেউ ডাউনলোড করে এই সফটের মাধ্যমে একটা ফাইল করতে পারবে।
ফাইল আপলোডের জন্যঃ
ফাইল আপলোডের জন্যঃ