Friday 17 April 2015

একাদশ শ্রেণীর উচ্চতর গণিত ভেক্টর সাজেশন এবং সমাধান

একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর অধ্যায়ের  সাজেশন এবং সমাধান নিচে PDF আকারে দেওয়া হল। ডাউনলোড করে নিন।


নিজের ইচ্ছামত মেয়াদ বাড়িয়ে বানান গ্রামীণফোন ইন্টারনেটসহ ভয়েস আর এস এম এস প্ল্যান (এখন ইন্টারনেট মেয়াদ ইচ্ছামত বাড়াবেন) [মেগা টিউন]

আমরা অনেকেই আগে গ্রামীনফোনে যে কোন প্যাকেজে এক মাস মেয়াদ বাড়াতাম। কিন্তু বেশ কিছুদিন আগে গ্রমীণফোন ঐ পদ্ধতি বাতিল করে দেয়। তখন অনেকেই গ্রামীণ সিম না ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। কেউ কেউ বিপদে পড়েই চালাতে থাকে। যাই হোক, আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম গ্রামীণফোন যদি রবি-র মত ইচ্ছেমত ইন্টারনেট প্ল্যান বানানোর পদ্ধতি দিত তাহলে কত-ই না ভালো হত। অবশেষে গ্রামীণফোন নিয়ে এসেছে তার চেয়েও বড় কিছু!
ইন্টারনেট, ভয়েস মিনিট কিংবা এস এম এস সব কিছু ইচ্ছেমত নিন। আপনার যেটা দরকার! আর মেয়াদ? ইচ্ছেমত বাড়ান!
আর বেশি কথা বলব না। আপনারা বিরক্ত হয়ে যাবেন, কাজের কথায় চলে আসি।

১. প্রথমেই গ্রামীণফোনের এই এ্যাড্রেসে (http://grameenphone.com/flexi-plan) চলে যান ।




২. এবার আপনার ইচ্ছেমত মেগাবাইট, মিনিট, এস এম এস সাজান। (আমি শুধুমাত্র ২০ এম বি ইন্টারনেট নিয়েছি।)

Wednesday 1 April 2015

বই রিভিউঃ অবনীল - মুহম্মদ জাফর ইকবাল (PDF ডাইরেক্ট ডাউনলোড লিংকসহ)

======================== বই রিভিউ ============================

বইয়ের নামঃ অবনীল
লেখকের নামঃ মুহম্মদ জাফর ইকবাল
ঘরানাঃ বিজ্ঞান কল্পকাহিনী
রেটিং: 3.78/5 (goodreads)
5/5 (ব্যক্তিগত)
প্রকাশনীঃ অন্যপ্রকাশ
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
প্রকাশকালঃ ২০০৪ (তাম্রলিপি প্রকাশ ২০১০)
মূল্যঃ ১৬০ টাকা (মুদ্রিত)


মানুষ আর নীলমানব দুই দলে বিভক্ত। নীলমানব মানুষের মর্যাদা পায় নাই। তাদেরকে একটা আলাদা প্রানী হিসেবে বিবেচনা করে মানুষ। বিজ্ঞান একাডেমী নীলমানবদের নিয়ে গবেষণা করতে চায়। ১৭ জন নীলমানব বন্দী করা সম্ভব হয়েছে। মহাকাশযানে করে  তাদেরকে পৌঁছে দেওয়া হবে বিজ্ঞান একাডেমীর কাছে। নীলমানবেরা অসম্ভব সাহসী, অসম্ভব একরোখা। তারা সবাই একসাথে কাজ করে। অথচ তাদেরকে শীতল ঘরে না রেখে নিয়ে যাওয়া হচ্ছে শুধুই বন্দী করে। তারা তাদের অসম্ভব বুদ্ধি দিয়ে মহাকাশযানে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে।