Friday 27 February 2015

আপনিও পারবেন ইংরেজিতে অনর্গল কথা বলতে (কথা দিলাম)। জাস্ট এই ১০ টি টিপস ফলো করুন। আরও আছে কেন আপনি কোনদিনই ইংরেজি শিখতে পারবেন না, তার কারণ ও প্রতিকার !

ইংরেজি আমাদের জীবনের জন্য একটা অতি প্রয়োজনীয় ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকাল প্রতিনিয়ত ইংরেজীর মুখোমুখি হচ্ছি। যাই হোক, ইংরেজির প্রয়োজনীয়তা বলে বলে পোস্টটি অতিরিক্ত বড়  করতে চাচ্ছি না। কারণ আপনারা জানেন কেন ইংরেজি শিখতে হবে আর তাই এই পোস্টটি পড়তে শুরু করেছেন।
এবার তাহলে টিপস গুলো দেখে নেওয়া যাকঃ

(১) ইংরেজিতে চিন্তা করুনঃ আমি আপনাকে প্রথমেই এই কথাটা বলব, "ইংরেজিতে ভাবুন" ইংরেজি শেখার জন্য। কিভাবে ভাববেন, কী ভাববেন?

সবকিছুই ইংরেজিতে ভাবুন।

Sunday 22 February 2015

Bring এবং Fetch এর মাঝে পার্থক্য (Bring vs Fetch)

"বইটি আন" এর ইংরেজি কি হবে? Bring the book নাকি Fetch the book. বলা যায় দুটিই ঠিক । আবার যে কোন একটি ঠিক। কিন্তু কোনটি

ঠিক? আসলে একেক সময় একেকটি ঠিক। তাহলে কখন কোনটি ঠিক? আচ্ছা দেখা যাক কোনটি ঠিক।

Saturday 21 February 2015

দুই বা ততোধিক ব্লগার সাইটকে এক ব্লগে রুপান্তর করুন + আগের ব্লগ বর্তমান ব্লগে রিডাইরেক্ট করুন

আমাদের অনেকেরই নিজস্ব ব্লগার ব্লগ সাইট আছে। কারো দুই বা তার বেশী ব্লগ সাইট। এক্ষেত্রে দেখা যায় তারা নিজের সাইটের লিঙ্ক শেয়ারের ক্ষেত্রে মাঝে মাঝেই বিপাকে পড়েন, কখন কোন সাইটের লিঙ্ক শেয়ার করবেন বলে! আবার সব ব্লগে পোস্ট করাটাও বিরক্তর। তবুও ব্লগ সাইটগুলো ডিলিট করতে পারেন না ঐ সকল সাইটে পোস্ট আছে বলে। কিন্তু কেমন হয় যদি আপনি সব ব্লগের পোস্ট আপনার এক ব্লগে নিয়ে আসতে পারেন? নিশ্চয়ই ভালো। আজ আমি এটিই আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাকঃ

১) প্রথমেই blogger.com যান। এরপরে মনে মনে একটা মেইন সাইট কল্পনা করুন এবং বাকিগুলো সাব-সাইট। ঐ সাব-সাইটগুলো আপনি মেইন সাইটে নিয়ে আসবেন।
২) সাব-সাইট (ব্লগ) এর ড্যাশবোর্ডে ডুকুন।
৩) এবার মেনু থেকে নিচের দিকে setting থেকে others এ যান। (চিত্রের মত)


৪) ব্লগ টলস থেকে উপরের দিক থেকে Export Blog এ ক্লিক করুন । (চিত্রের মত)

৫) এবার Download Blog ক্লিক করে ব্লগটি ডাউনলোড করে ফেল্যন । (চিত্রের মত)

এভাবে যে যে ব্লগগুলো আপনি মেইন ব্লগে নিয়ে যাবেন সেগুলো ডাউনলোড করে নিন।

পরবর্তী ধাপঃ
১) মেইন ব্লগের ড্যাশবোর্ডে ডুকুন।
২) এবার মেনু থেকে নিচের দিকে setting থেকে others এ যান আগের মত।
৩) এবার Import Blog এ ক্লিক করুন  । (চিত্রের মত)

৪) এইখান থেকে প্রথমে কোন ফাইল বা ব্লগটি ইম্পোর্ট করবেন তা চুজ ফাই্ল থেকে দেখিয়ে দিন। (চিত্রের মত)

৫) তারপর আপনি যে রোবট না তা নিশ্চিত হওয়ার জন্য ওদের দেওয়া শব্দটি লিখুন। এবার Import Blog এ ক্লিক করুন।

অভিনন্দন! আপনি সফল হয়েছেন। দেখুন আপনার আগের ব্লগের লেখাগুলো মেইন ব্লগে চলে এসেছে।

এবার গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে। যখন কেউ একজন আপনার আগের ব্লগে সাইটে যাবে সে যেন অটোমেটিক আপনার মেইন সাইটে চলে আসে তার কাজ করতে হবে। 

১)পুরাতন ব্লগ গুলোর ড্যাশবোর্ডে যান।
২) টেমপ্লেট থেকে এডিট টেমপ্লেট এ যান।
৩) টেমপ্লেটের মাঝে সার্চ করুন <head> লিখে।
৪) এবার <head> ট্যাগের নিচে এই কোড টুকু বসিয়ে দিন। (চিত্রের মত)

<script type='text/javascript'>
  var d='<data:blog.url/>';
  d=d.replace(/.*\/\/[^\/]*/, '');
  location.href = 'http://schoolbdonline.blogspot.com';
</script>

*** এখানে http://schoolbdonline.blogspot.com এর পরিবর্তে আপনি আপনার মেইন ব্লগের ঠিকানা দিয়ে দিন।

অসাধারণ! কাজ শেষ। এবার মন্তব্যের মাধ্যমে আপনার সাফল্যের কথা আমাদের জানিয়ে দিন। আর কোন সমস্যা  হলেও জানাতে ভুলবেন না। আমি সমাধানের চেষ্টা করব।

ভালো থাকুন । 

Friday 20 February 2015

সেরা স্ক্রীন রেকর্ডার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক (Debut Video Capture Software)

কম্পিটারের স্ক্রীন রেকর্ডারের জন্য অসংখ্য সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনি কোনটি বেছে নিবেন? নিশ্চয়ই ঐ সফটওয়্যারটিই যেটি সবচেয়ে ভালো। কিন্তু কাহিনী হল আপনি ভালো সফট কোনটি তা বুঝবেন কিভাবে? কথা যাই হোক, আমি আমার ব্যবহার করা কিছু সফট থেকে আপনার জন্য সব্যেছে ভালো সফটটি দেয়ার চেষ্টা করছি। বেশিরভাগই সফটওয়্যারই খুব বেশি মেগাবাইটের। কাজেই হয়তো আপনি এত সময় ধরে ডাউনলোড দিতে চাইবেন না। এজন্য আমি দিব মাত্র দেড় এমবিএর (1.5 MB) সফটওয়্যার! আশা করি সফটওয়্যারটি ভালো লাগবে। সফটওয়্যাড়টির  নাম

Debut Video Capture Software । 


আসুন দেখে নেওয়া যাক এর কিছু ফিচারঃ

১) ভিডিও কিংবা ইমেজ সরাসরি হার্ড ড্রাইভে সেভ হবে।
২) ভিডিও গুলো avi,wmv, flv, mpg, mp4, mov এবং অন্যান্য ফরমেটে করতে পারবেন।
৩) সম্পূর্ণ স্ক্রীন কিংবা আপনার পছন্দ মত স্ক্রীনের যে কোন সাইজ রেকর্ড করতে পারবেন।

৪) রেকর্ড করার সময় মাইক্রোফোন রেকর্ডিং অর্থাৎ আপনার কথা রেকর্ড করতে পারবেন।
৫) আপনার কথার পাশাপাশি ইচ্ছে করলে বক্সের সাউন্ড অর্থা সিস্টেম সাউন্ড রেকর্ড করতে পারবেন।
৬) মাউস হাইলাইট কিংবা হাইড করে ভিডিও রেকর্ড করতে পারবেন।

এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন যা সাধারণত অন্যান্য স্ক্রীন রেকর্ডিং সফটওয়্যারে থাকে না।

এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।



Direct Download link 




মূল ওয়েবসাইট লিঙ্ক 

সবাইকে ধন্যবাদ। 

আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর

ইতিপূর্বে কোন ভাষার জন্য কোন জাতি রক্ত দেয় নি, প্রাণ দেয় নি বাঙালি ব্যতীত। বাংলা ভাষার জন্য আমরা ১৯৫২ সালে রক্ত দিয়েছি। এরপরে ১৯৯৯ সালে ইউনেস্কো  বাংলা ভাষাকে আরও বেশী সম্মানিত করে। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে । বাংলা ভাষা বিশ্বদরবারে মাথা তুলে আরও একবার দাঁড়ানোর সুযোগ পায়। আমরা হই গর্বিত।

এতকিছুর পরেও কোথায় যেন ছন্দপতন ঘটেছে। আমরা বাংলা ভাষার চেয়ে বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করতে ঊর্দ্ধগামী। যদিও বিদেশি ভাষা আয়ত্ত্ব করতে পারি কিনা তাতে আমার অনেক সন্দেহ। ঘটনা যাই হোক, আমার আজকের আলোচনা সেটা নিয়ে নয়। আজ আমার আলোচনার মূল বিষয়, "আরও একবার সুযোগ এসেছে বাংলা ভাষাকে বিশ্বদরবারে দাঁড় করানোর", আর সে কাজটা করতে হবে আপনার, আমার। হ্যাঁ, আমাদের হাতে এখন প্রযুক্তি। এমন কিছু করতে হবে যেন, পরবর্তী প্রজন্ম আমাদের স্মরণ রাখে, আর আমরাও হয়ে উঠি আত্মবিশ্বাসী। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ করতে হবে। বাংলা ভাষায় বিভিন্ন কন্টেন্ট ওয়েবে ছড়িয়ে দিতে হবে সারা পৃথিবীতে।





বিভিন্ন আর্টিকেল লিখতে হবে বাংলা ভাষায়। আমাদের মাঝে অনেক ভালো ভালো লেখক আছেন, প্রযুক্তিবিদ আছেন, ব্লগার আছেন। তবে অতি দুঃখের সাথে বলতে হয়, তারা ইন্টারনেটে যে লেখাগুলো লেখে তার বেশীরভাগই ইংরেজীতে। ভাল, ইংরেজীতে লিখছে এতে আমার কোন বিরোধ নেই, কিন্তু আমরা ইচ্ছা করলেই কি পারি না বাংলা ভাষার জন্য বাংলায় কন্টেন্টগুলো লিখতে ইংরেজীর পাশাপাশি। জানি অনেকেই ব্লগ থেকে ইনকাম করার জন্য ইংরেজীতে ব্লগিং করেন। এখন কিন্তু বাংলাতে ব্লগিং করেও ইনকাম সম্ভব। আমি এ বিষয়ে বেশি কিছু বলব না।  তারপরেও আমার আপনার সুবিধার জন্য, বাংলা ভাষার জন্য হলেও কি বাংলা ভাষায় আমাদের কন্টেন্ট লেখা উচিত নয়?
বাংলা ভাষায় কয়েকটি বড় বড় সাইটে আর্টিকেল লেখা হয়। যেমন- টেকটিউনস, সামহোয়্যার ইন ব্লগ, টিউনার পেজ ইত্যাদি। তবে অবশ্যই এগুলোই যথেষ্ট নয়।


তারপরেও আসুন আমরা দেখি বাংলা ভাষায় ব্লগিং করলে আপনার কিংবা আমার কি সুবিধা বা লাভঃ
১) যদি আমি আপনি বাংলা ভাষায় টেক পোস্ট গুলো করি তাহলে আমরা সার্চ ইঞ্জিনগুলোতে আমাদের টেকি বিষয়গুলো বাংলায় সার্চ করলেই পেয়ে যাবো। এতে আমরা সহজেই ব্যপারটা বুঝব। আবার বাংলা ভাষারও মান বাড়বে বিশ্বদরবারে।
২) কোন ভিডিও বাংলা ভাষায় করলেও আমরা অনেক সহজেই বিষয়টি বুঝতে পারব।
৩)  পড়াশুনা বিষয়ক ওয়েবসাইট বাংলাতে নেই বললেই চলে। যা আছে তা অনেকটা না থাকার মতই। তারপরেও যারা নিজেদের চেষ্টায় এই কাজটি করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইল।
৪) পরবর্তী প্রজন্মের কাছে আপনি হাজার হাজার বছর নায়ক হয়ে থাকবেন।


এবার আসুন দেখি কিভাবে ব্লগিং করবেন : 
প্রফেসনাল যারা আছেন তারাতো জানেনই কীভাবে কিকরতে হবে। তারপরেও নতুনদের জন্য ব্লগিং বিষয়ে কিছু কথা বলছি। আমি আপনাকে বলব গুগলের ব্লগস্পট ব্যবহার করুন। এর জন্য আপনাকে কোনদিনই অর্থ দিতে হবে না। তাছাড়া ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। তবে আমার পরামর্শ হল, ব্লগস্পট ব্যবহার করা। আপনার একটা জিমেইল (গুগল) এ্যাকাউন্ট থাকলেই ফ্রীতে ব্লগসাইট খুলতে পারবেন। অসংখ্য টেমপ্লেট থেকে নিজের জন্য পছন্দমত টেমপ্লেট খুঁজে ব্লগিং শুরু করে দিন বাংলায় আজই, আর এই নতুন প্রজন্মের জন্য নতুন কিছু করে যান। বাংলা ভাষার মান আরও বাড়ান।

যারা এরপরেও ব্লগসাইট খুলতে পারছেন না। তারা গুগলে সার্চ দিন ব্লগসাইট খুলার ব্যপারে বাংলায় অনেক টিউটোরিয়াল পাবেন। আশা করি সমস্যা হবে  না। সবশেষে তাও  যদি না পারেন দয়া করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমিই একটা টিউটোরিয়াল করে আপনাদের দিব।

ইমেজ ক্রেডিটঃ গুগল

সবাইকে ধন্যবাদ।
ভালো থাকুন।

Wednesday 18 February 2015

কখন Good ব্যবহার করবেন আর কখন Well ব্যবহার করবেন (GOOD vs WELL )

আমরা  অনেক সময় good এবং well প্রায় একই অর্থ প্রকাশে  ব্যবহার করি। কিন্তু এই দুই শব্দের মাঝে রয়েছে বেশ কিছু  পার্থক্য। প্রথমেই বলতে হয় Well একটা Adverb আর Good হল Adjective ।